কৃষিবিলের বিরুদ্ধে কৃষকদের রেল অবরোধ চলছে। পাঞ্জাবের অমৃতসরে কৃষকরা রেললাইনে তাঁবু খাটিয়ে বসে রয়েছেন। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অবরোধ চলবে। রেল শনিবার পর্যন্ত বিশেষ ট্রেন বাতিল করেছে। শুক্রবার পাঞ্জাবের ১২৫টি জায়গায় রেল, সড়ক অবরোধ হয়েছে। কৃষকদের ৩১টি সংগঠন একযোগে আন্দোলনে সামিল হয়েছে। তাদের সমর্থন করছে এনডিএ শরিক শিরোমনি অকালি দল ও কংগ্রেস। তারাও আলাদা বিক্ষোভ দেখিয়েছে। অবরোধকারী কিষাণ মজদুর সংঘর্ষ কমিটি জানিয়েছে, তাদের আন্দোলন আরও জোরদার হবে। কালা বিল বাতিল করতে তাঁরা বাধ্য করবেন সরকারকে। পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ চলবে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, ওডিশাতেও কৃষক আন্দোলন চলছে।
إرسال تعليق
Thank You for your important feedback