বাবরি মসজিদ ধংসের রায়দান হবে আগামী ৩০ সেপ্টেম্বর। এই মামলার সাথে যুক্ত লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর জোশি ও উমা ভারতী সহ ৩২ জনকে সিবিআই আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ভাঙা হয়। সিবিআই সূত্রে জানা যায়, এই তিন বিজেপি নেতা সেখানে উপস্থিত থেকে মসজিদ ভাঙার উস্কানি দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে চলা এই মামলার রায় অবশেষে হতে চলেছে। আদবানি বা যোশি এ বিষয়ে মুখ না খুলেও উমা জানিয়েছেন, রায়ে যদি তাঁর ফাঁসিও হয় তবেও আপত্তি নেই। অবশ্য প্রশ্ন উঠেছে, সেইদিনের ঘটনায় আজকের শাসক দলের অনেকেই ছিলেন, তাহলে শুধু বাতিলের খাতায় চলে যাওয়া তিন বৃদ্ধের হাজিরা কেন ?
Special CBI judge SK Yadav to pronounce judgment in Babri Masjid demolition case, on September 30. Court has directs all accused to remain present in the court for hearing the judgment.— ANI UP (@ANINewsUP) September 16, 2020
إرسال تعليق
Thank You for your important feedback