প্রথমে ঠিক ছিল পুজোর পরেই ভোট নিয়ে পথে নামবে রাজ্য বিজেপি কিন্তু কৃষি বিল নিয়ে ইতিমধ্যেই তৃণমূল আন্দোলন শুরু করায় তাঁরা আর দেরি করতে নারাজ। গত তিনদিন দিল্লিতে দিলীপ ঘোষের বাড়িতে এই নিয়ে সভা হয়। উপস্থিত ছিলেন বিজয়বর্গীয়, মুকুল রায় সহ বিভিন্ন নেতা। জানা গিয়েছে, কালীপুজোর পরে রাজ্যে আসবেন অমিত শাহ, নাড্ডা সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতা। দিলীপবাবু জানান, সরকারের দুর্নীতি, অরাজকতা, আইন শৃঙ্খলা ইত্যাদি প্রশ্নে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে দল। দিলীপ ঘোষ আরও জানান, আমফান প্রভাবিত এলাকার সমস্ত বিডিও অফিস ঘেরাও করা হবে ৫ অক্টোবর। ৮ অক্টোবর বিজেপি যুব মোর্চার নেতৃত্বে নবান্ন চলো অভিযান। বাংলা দখলের লড়াইয়ে গোষ্ঠীদ্বন্দ নেই বলে দাবি রাজ্য সভাপতির। অন্যদিকে, খোদ দিলীপ ঘোষের এলাকা খড়্গপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তাঁরই ঘনিষ্ঠরা। শুনে দিলীপবাবুর প্রতিক্রিয়া এরা পুরোনো তৃণমূল। ইঙ্গিতে জানালেন, আসবে আরও অনেকেই।
إرسال تعليق
Thank You for your important feedback