প্রতিবছর দমকলমন্ত্রী সুজিত বসু আয়োজন করেন রক্তদান দিবসের। পশ্চিমবঙ্গের রেকর্ড রক্ত সংগৃহিত হয়। এবারেও মহালয়ার সকালে সংগৃহীত হয়ে গেল প্রায় হাজার ইউনিট রক্ত। CN ওয়েব পোর্টালকে সুজিত জানালেন, তাঁদের টার্গেট ২০০০ ইউনিট রক্ত। তবে শুধুমাত্র রক্তই নয়, এবারে করোনা আবহে তাঁদের লক্ষ্য প্লাজমা সংগ্রহ করা। করোনা আবহে এই প্লাজমার প্রয়োজন সবথেকে বেশি। সদ্য করোনা থেকে সুস্থ হয়েছেন তিনি এবং তাঁর বহু অনুগামী। কাজেই তাদের কাছেই পাওয়া যাবে প্লাজমা। আর ৩৫ দিন বাদে দুর্গাপুজো, শ্রীভূমি স্পোর্টিং পুজোও করবে তবে অনেক খরচ কমিয়েই।
إرسال تعليق
Thank You for your important feedback