ফের মাদক যোগ গ্রেফতার বলিউডের অভিনেতা


মাদক সরবরাহের অভিযোগে গ্রেফতার আরও এক অভিনেতা কিশোর আমন শেঠি। ম্যাঙ্গালুরু পুলিশ গ্রেফতার করে তাঁকে। গোপন সূত্রে খবর পেয়ে নিষিদ্ধ মাদক MDMA সহ গ্রেফতার অভিনেতা পুলিশ জানিয়েছে, তাঁর কাছ থেকে যে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে তার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা। আমন ছাড়াও আকিল নাউসিল নামে আর একজনকেও গ্রেফতার করা হয়েছে। মাদক ছাড়াও বাইক ও দুটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। বাইকে করে তারা মাদক সরবরাহের জন্য বেরিয়েছিল বলে জানা গিয়েছে। মুম্বই থেকে বিক্রির জন্য তারা এই নিষিদ্ধ মাদক নিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন মেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার বিকাশ কুমার। এবিসিডি সিনেমায় অভিনয় ছাড়াও জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ এর প্রতিযোগী ছিলেন আমন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم