সারা, দীপিকা, শ্রদ্ধা, রাকুলের ক্রেডিট কার্ড-মোবাইল বাজেয়াপ্ত

 

তদন্ত যতই এগোচ্ছে ততই রক্তচাপ বাড়ছে বলিউডের। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য তদন্ত করতে গিয়ে বলিউডে মাদকযোগের তথ্য সামনে চলে আসে। এরপরই আলাদা করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সহ কয়েকজনকে গ্রেফতারও করেছে এনসিবি। তাঁদের জেরা করেই উঠে এসেছে আরও বেশ কয়েকজন বলি তারকার নাম। ইতিমধ্যেই এনসিবি জেরা করেছে দীপিকা পাডুকোন, সারা আলি খান, রাকুল প্রীত সিং ও শ্রদ্ধা কাপুরকে। সূত্রের খবর, তাঁদের জেরা করেও ক্ষান্ত হয়নি এনসিবি গোয়েন্দারা। চারজনেরই মোবাইল ফোন ও ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় মাদক সংক্রান্ত গোয়েন্দা শাখা। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ও লেনদেন খতিয়ে দেখতে চাইছে তদন্তকারীরা। মূলত দেখা হবে কোনও মাদক কারবারীর সঙ্গে লেনদেন হয়েছে কিনা। সূত্রের খবর, সুশান্তের ম্যানেজার জয়া সাহাকেও জেরা করেছে এনসিবি।

 তাঁর বয়ান ও হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটে বলিউডের আরও অনেকের নাম পেয়েছে তদন্তকারীরা। আরও জানা যাচ্ছে জেরায় দীপিকা, সারা, রাকুল ও শ্রদ্ধা কেউই স্বীকার করেননি মাদক নেওয়া নিয়ে। তবুও গোয়েন্দাদের র‍্যাডারে রয়েছেন তাঁরা। তদন্তের আরও গতি আনতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রধান রাকেশ আস্থানা ইতিমধ্যেই দিল্লি থেকে মুম্বই চলে এসেছেন। অপরদিকে সুশান্তের মৃত্যুরহস্যের তদন্তকারী সংস্থা সিবিআই এক প্রেস বিবৃতি জারি করে জানিয়ে দিল তাঁরা কোনওভাবেই তদন্তে ভাঁটা দেননি। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, ‘পেশাদার ভাবেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। এই মৃত্যুর সঙ্গে জড়িত প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এবং কোনওরকম সম্ভাবনাই আমাদের তরফে উড়িয়ে দেওয়া হয়নি আজকের তারিখ পর্যন্ত। তদন্ত এখনও জারি রয়েছে’। উল্লেখ্য, বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল, এনসিবি তদন্ত শুরু পর কি সুশান্ত মৃত্যু মামলা পিছনের সারিতে পাঠিয়ে দিয়েছে সিবিআই? এরপরই রীতিমতো বিবৃতি জারি করল ভারতের মূল তদন্তকারী সংস্থা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم