বিয়ের আগে প্রতিপক্ষের মুখ ফাটিয়ে দুঃখিত বক্সার

 


 

তিনসপ্তাহ পর বিয়ের পিড়িতে বসবেন মহিলা বক্সার (UFC) সারাহ আলপার। সূচি অনুযায়ী ম্যাচ থাকায় বিয়ের আগেই বক্সিং রিংয়ে নামতে হয় তাঁকে। প্রতিপক্ষ হিসেবে ছিলেন নারী বক্সারদের মধ্যে পরিচিত মুখ জেসিকা রোজ। সারাহ আলপারকে হারিয়ে ম্যাচটি জিতে নেন জেসিকা। এই ম্যাচটিতে আধিপত্য দেখাচ্ছিলেন আলপার। কিন্তু তৃতীয় রাউন্ডে গিয়ে আলপারের মুখে হাঁটু দিয়ে মেরে বসেন রোজ। রেফারি প্রথমে মনে করেছিলেন রোজের হাঁটু মারার ধরনটা ছিল অবৈধ। ফলে তিনি খেলে বন্ধ করে দেন। কিন্তু রিপ্লেতে তিনি দেখেন এটি বৈধই ছিল। বৈধ হওয়ায় রেফারি ফের খেলা শুরু করেন। তবে মুখে হাটুঁ দিয়ে মার খাওয়ার কারণে দুর্বল হয়ে যান আলপার। ফলে খেলা শুরু হওয়ার পর তিনি আর নিজের আধিপত্য দেখাতে পারেননি।

তিনি রোজের কিছু করতে না পারলেও রোজ আলপারের মুখে উপর্যুপরি ঘুষি মারতে থাকেন। আর এতে করে আলপারের নাক-মুখ ফেটে রক্ত বের হতে থাকে। ফলে ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার ৪০ সেকেন্ড আগে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন রেফারি। আর ম্যাচ শেষে বিজয়ী ঘোষণা করা হয় রোজকে। তবে রোজ জানতেন না যে ৩ সপ্তাহ পর বিয়ে করবেন আলপার। ম্যাচ শেষে যখন তিনি জানতে পারেন আলপার বিয়ের পিঁড়িতে বসবেন তখন কিছুটা হতভম্ব হয়ে যান রোজ। এটি শোনার পর তিনি বলেন, ওহ আমাকে আগে বলবেন না। আমি সত্যি খুব দুঃখিত। আমি আলপার ও তার দলের কাছে ক্ষমা চাই। কারণ ওই ঘটনার পর ম্যাচ পুনরায় শুরু করা উচিত হয়নি। আমি তার মুখে ক্ষতের চিহ্ন দেখতে পারছি। আমি আসলে ওই সময় নিজের মধ্যে ছিলাম না। আমি শুধু জয় পেতে চাইছিলাম।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم