আমেরিকার ক্যালিফোর্নিয়ার ভয়ঙ্কর দাবানল থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। বুধবার প্রবল হাওয়ায় আগুন আরও তীব্র হয়ে উঠেছে। শুকনো গরম হাওয়ার গতি ঘণ্টায় ৫০ কিলোমিটারেরও বেশি। মঙ্গলবার দমকলর্মীরা আগুনের মধ্য়ে পড়ে যান। ধোঁয়ার দমবন্ধ হয়ে এবং আগুনে পুড়ে জখম হয়েছেন তাঁরা। তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে উড়িয়ে আনা হয়েছে। পুড়ে গিয়েছে ৩৬৫টি বাড়ি। গত দুদিন ধরেই হেলিকপ্টারে আগুনে আটকে পড়া মানুষজনকে সরিয়ে আনার কাজ চলছে। আগুন ছড়িয়েছে লস অ্যাঞ্জেলেস, বার্নাদিনো ও সান দিয়েগোর কয়েকটি অঞ্চলেও। বন্ধ মোবাইল, ইন্টারনেট সংযোগ, আলো। কাজ করছেন ১৪ হাজার দমকলকর্মী। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ায় দাবানলে এবছর ছাই হয়ে গিয়েছে ২৩ লাখ একর জমির সবকিছু।
إرسال تعليق
Thank You for your important feedback