মার্কিনি ভোট ‘দাওয়াই’

আগামী ৩ নভেম্বর আমেরিকায় সাধারণ নির্বাচন। হাই প্রোফাইল এই নির্বাটনের ঠিক আগেই করোনার ভ্যাকসিন বের করতে বদ্ধপরিকর ডোনাল্ড ট্রাম্প। কারণ এ মুহূর্তে তাঁর হাতে আর ভালো কোনও ট্রামকার্ড নেই। মার্কিন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, পাশাপাশি করোনা আক্রান্ত লক্ষ লক্ষ মানুষ। মৃত্যুও হয়েছে কয়েক হাজার মার্কিনীর। অতএব ভোটের আগে ভ্যাকসিন নিয়ে আসতে পারলে মুখ রাখতে পারবেন ট্রাম্প। এমনটাই ধারণা ডোনাল্ড ট্রাম্পের দলের। কিন্তু কি বলছে সে দেশের বিখ্যত ওষুধ সংস্থাগুলি?
ফাইজার, জনসন এন্ড জনসনের মত ওষুধ কোম্পানিগুলি জানাচ্ছে, করোনা টিকা তৈরী হয়ে গিয়েছে ভেবে, তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা না করে বাজারে ছেড়ে দেওয়া ঠিক হবে না। এবং এ ব্যাপারে তারা সরকারের কাছে অনুমতিও চাইবে না। আমেরিকার এই তিন ওষুধ সংস্থাই কোভিডের টিকার নিয়ে কাজ করছে। তারা এ নিয়ে আগামী সপ্তাহেই একটা সাংবাদিক বৈঠক করবে যৌথভাবে। ভ্যাকসিনকে দ্রুত বাজারে নিয়ে আসার মধ্যে ভোট রাজনীতি দেখছে মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রাট পার্টিও। ওই দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বার্ডেন এই বিষয়টাই প্রচারে রাখছেন বলে প্রকাশিত হয়েছে বিখ্যাত মার্কিন দৈনিক ‘ দ্যা ওয়ালস্ট্রিট জার্নাল’-এ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم