সরু রাস্তায় নিজের মারুতি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন কৃষিদফতরের আধিকারিক সুশান্ত মণ্ডল। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সুস্মিতা মণ্ডল। একটি অটোকে জায়গা দিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে তাঁরা সোজা পড়ে যান একটি পুকুরে। যদিও স্থানীয় যুবকদের তৎপরতায় উদ্ধার করা সম্ভব হয়েছে ওই দম্পতিকে। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের বেলিয়াডাঙার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুশান্তবাবু কলকাতা থেকে নিজেদের গাড়ি নিয়ে আসছিলেন দক্ষিণ বারাসতের বাড়িতে। বেলিয়াডাঙার কাছে একটি সরু রাস্তায় একটি অটোকে পাস দিতে গিয়েই ঘটে বিপত্তি। নতুন কেনা গাড়ি নিয়ে সোজা রাস্তার পাশের পুকুরে গিয়ে পড়েন তিনি। তিনি জানিয়েছেন, কুলপি রোডে যানযট থাকায় আদ্যমহেশতলা থেকে ছোট একটি ঢালাই রাস্তায় ঢোকেন তিনি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যান গাড়ি নিয়ে। তবে স্থানীয় যুবকদের ধন্যবাদ দিতে ভোলেননি ওই দম্পতি। তাঁদের তৎপরতাতেই প্রাণ ফিরে পেলেন সস্ত্রীক কৃষিদফতরের আধিকারিক।
إرسال تعليق
Thank You for your important feedback