সুশান্ত সিং রাজপুতকে বিষ খাওয়ানো হয়নি। মুম্বইয়ের কালিনা ফরেন্সিক ল্যাবরেটরি জানিয়েছে, জুলাইয়ে তাদের রিপোর্টে সুশান্তের দেহে কোনও বিষ বা জৈব বিষের প্রমাণ মেলেনি। জুনেই তাদের রিপোর্ট মুম্বই পুলিশকে দেওয়া হয়েছে। অন্যদিকে, সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্ত ও ভিসেরা পরীক্ষার রিপোর্ট জমা পড়েছে সিবিআইয়ের কাছে। ডা. সুধীর গুপ্তার নেতৃত্বে দিল্লির এইমসের তিন সদস্যের চিকিৎসক দল এই রিপোর্টটি তৈরি করেছেন। সুশান্তের মৃত্যু আত্মহত্যা না খুন, তা নির্ধারণ করতেই এই রিপোর্ট। জানা গিয়েছে, এই রিপোর্ট চূড়ান্ত। তবে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ বিচার করে দেখবে সিবিআই। ডা, সুধীর গুপ্তা জানিয়েছেন, সিবিআই এবং তাঁদের মধ্যে ঐকমত্য হয়েছে। সুশান্তের পরিবারের আইনজীবী দাবি করেছেন, এইমসের ডাক্তাররাই তাঁকে বলেছেন, আত্মহত্যা নয়, এটা ২০০ শতাংশ গলা টিপে মারার ঘটনা। সুধীর গুপ্তা বলেছে, এই দাবি মিথ্যা। শুধুমাত্র গলার দাগ আর ঘটানস্থল বিচার করে কোনও সিদ্ধান্তে আসা যায় না। রিয়া চক্রবর্তীর আইনজীবী দাবি তুলেছেন, নতুন করে মেডিকেল বোর্ড তৈরি করা হোক। মু্মবইয়ের ফ্ল্যাটে দেহ পাওয়ার পর অটোপ্সি রিপোর্টে সুশান্তের মৃত্যুকে গলায় ফাঁস দিয়ে মৃত্যু বলেই বলা হয়েছিল। সিবিআইয়ের তদন্তেও অন্যরকম কিছু মেলেনি। সিবিআইকে ফরেন্সিক রিপোর্টের ওপরেও নির্ভর করতে হবে। সুশান্তের ভিসেরার প্রায় ৮০ শতাংশ প্রমাণ হিসেবে সংরক্ষণ করেছে মুম্বই পুলিশ।
إرسال تعليق
Thank You for your important feedback