শনিবার রাতের পর ফের দু’বার ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করল চিনের লাল ফৌজ। যদিও ভারতীয় সেনাবাহিনী রুখে দাঁড়ানোয় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলেই জানিয়েছে সেনাবাহিনী। এরমধ্যে লাদাখ সীমান্তে দুই দেশের বিমানবাহিনীই মহড়া শুরু করছে শনিবারের রাতের ঘটনার পর। সবমিলিয়ে আড়াই মাসের ব্যবধানে ফের উত্তপ্ত হয়ে উঠল লাদাখ। অন্যদিকে, বুধবার আরও একবার চিন ও ভারতের মধ্যে ব্রিগেড কম্যান্ডার স্তরের বৈঠক হচ্ছে। বিশেষ করে, প্যানগং লেক নিয়েই আলোচনা হবে। সেনা সূত্রে জানা যাচ্ছে, গত শনিবার থেকে পরপর উস্কানিমূলক আচরণ করেছে চিনের লাল ফৌজ।
এই তিনবার তাঁরা সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছে। যদিও ভারতীয় বাহিনী রুখে দাঁড়ায় চিনের বাহিনীর সামনে। ফলে তাঁদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। জানা যাচ্ছে, সীমান্ত এলাকায় কালা টপের মতো গুরুত্বপূর্ণ পাহাড়ের চূড়া দখল করে নিতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা। ওই উচ্চতা থেকে ভারতীয় সেনার গতিবিধি লক্ষ্য করার জন্য যে ক্যামেরা ও নজরদারি যন্ত্র বসানো হয়েছিল, সেগুলিও নষ্ট করে দেওয়া হয়েছে। ওই চূড়া ফের দখলে আসায় উপর থেকে চিনা সেনার উপর এখন নজর রাখতে পারছে ভারতীয় সেনা। যাতে অস্বস্তি বেড়েছে বেজিংয়ের।
সোমবারও প্যাংগং লেকের দক্ষিণে লাল ফৌজ দখলের চেষ্টা করে। সেই সময়ই দুদেশের শীর্ষ সেনা পর্যায়ের আলোচনা চলছিল। মঙ্গলবারই এই খবর জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। সেনা সূত্রে জানা যাচ্ছে, বারবার জায়গা বদল করে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছে চিনা বাহিনী। এটাই চিন্তার কারণ ভারতের কাছে। আড়াই মাস চুপ থাকার পর গত শনিবার রাতে প্রথম ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করেছিল চিনা বাহিনী। এরপর থেকেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রন রেখা বরাবর বিমান মহড়া শুরু করে ভারতের বিমানবাহিনী। উল্লেখ্য, গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষ হয়। সেখানে শহিদ হয়েছিলেন ২০ ভারতীয় জওয়ান। এরপর ফের ২৯ ও ৩০ আগস্ট রাতে ভারতের মাটি দখলের চেষ্টা চালায় লালফৌজ। সেই চেষ্টা ব্যর্থ হলেও দমে যায়নি চিন। সোমবার ফের ভারতের দিকের চুমার এলাকায় চিনা সেনা অনুপ্রবেশের চেষ্টা করে।
إرسال تعليق
Thank You for your important feedback