সোমবারই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

গত ২১ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সেই সফর স্থগিত হয়েছিল। এবার ঠিক হয়েছে সোমবার অর্থাৎ ২৮ সেপ্টেম্বরই সপার্ষদ উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। এটা প্রশাসনিক সফর বলেই জানানো হয়েছে নবান্ন থেকে। তাঁর সঙ্গে যাচ্ছেন স্বরাষ্ট্র সচিব-সহ ৬টি দফতরের গুরুত্বপূর্ণ সচিব। আপাতত জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপর ১ অক্টোবর তিনি কলকাতায় ফিরবেন। সামনেই বিধানসভা নির্বাচন। এরমধ্যে করোনা আবহে জেলা সফর স্থগিত রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার আতঙ্ক কাটিয়ে তিনি ফের জেলা সফরে যাচ্ছেন।

প্রায় ৬ মাস পর উত্তরবঙ্গ দিয়েই শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর। এতদিন নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠকেই তিনি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে জরুরী বৈঠক সেরেছেন তিনি। কিন্তু লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে উত্তরবঙ্গে। তাই বিধানসভায় সেই ক্ষতে প্রলেপ দিতে সরেজমিনে সেখানে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের পরিস্থিতি ও ক্ষোভ প্রশমণের লক্ষ্যেই একাধিক প্রকল্পের ঘোষণা করতে পারেন তিনি। তবে দুদিনের প্রশাসনিক বৈঠক তিনি এবার জেলায় জেলায় গিয়ে করবেন না। বরং করোনা আবহে শিলিগুড়ির ‘উত্তরকন্যা’য় বসেই সমস্ত বৈঠকগুলি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم