বেলাগাম সংক্রমণ, ৩৮ লাখ পেরোল করোনা আক্রান্তের সংখ্যা

 
দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮৩,৮৮৩ জন। মারা গিয়েছেন ১,০৪৩ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ পেরিয়ে গেল। মোট আক্রান্ত দাঁড়াল ৩৮,৫৩,৪০৭ জন। মোট মৃত ৬৭,৩৭৪ জন। সুস্থ হয়েছেন ২৯,৭০,৪৯৩ জন। প্রায় একমাস ধরে এশিয়ার সবথেকে বেশি সংক্রমিত দেশ ভারতে একদিনে সংক্রমণের রেকর্ড হচ্ছে। বিশ্বে সংক্রমণ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের থেকে এখন এদেশ মাত্র ১ লাখ পিছনে। মৃত্যুর হার ১.৭৬ শতাংশ। সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৭.০৯ শতাংশ। 
 
টানা সাতদিন দেশে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৬০ হাজারেরও বেশি। বিশ্বের তুলনায় ভারতের মৃত্যুর হার কম। মহারাষ্ট্রে সবথেকে খারাপ অবস্থা। আক্রান্ত মোট ৮,০৮,৩০৬ জন, মৃত ২৪,৯০৩ জন। অন্ধ্রে আক্রান্ত ৪,৪৫,১৩৯ জন। তালিকায় পাঁচ নম্বরে পশ্চিমবঙ্গ। তামিলনাডুতে মোট সংক্রমিত ৪,৩৯,৯৫৯ জন। মৃত ৭,৫১৬ জন। কর্নাটকে মোট আক্রান্ত ৩,৬১,৩৪১ জন। মৃত ৫,৯৫০ জন। গত একমাসে দিল্লিতে আক্রান্ত বেড়েছে প্রায় ৫০ শতাংশ। উত্তরপূর্বে সবথেকে খারাপ অবস্থা ত্রিপুরার। মোট মৃত ১২৫ জন। পাশাপাশি দেশে নমুনা পরীক্ষা হয়েছে মোট ৪,৫৫,০৯,৩৮০টি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم