দেশে করোনা সংক্রমণ বেড়েই চলছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৩,৩৪১ জন। মারা গিয়েছেন ১,০৯৬ জন। এই নিয়ে পরপর দুইদিন আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি হল। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৯,৩৬,৭৪৮ জজন। মৃত মোট ৬৮,৪৭২। সুস্থ হয়েছেন মোট ৩০,৩৭,১৫২ জন। আইসিএমআর জানিয়েছে, মোট ৪,৬৬,৭৯,১৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি দশলাখে এখন মৃতের সংখ্যা ৫০। বিশ্বে তা ১১২। অন্যদিকে, ওনামের জন্য কেরলে সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। তিনি বলেছেন পরের দুই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। মনে হচ্ছে, সংক্রমণ বাড়বে। কেরলে মোট আক্রান্ত ৭৯,৬২৫ জন, মারা গিয়েছেন ৩১৫ জন। তেলেঙ্গানায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৫০০ জন। মারা গিয়েছেন ১০ জন। মোট আক্রান্ত এখন ১,৩৫,৮৮৪ জন। মহারাষ্টের নতুন আক্রান্ত ১৮ হাজার।
إرسال تعليق
Thank You for your important feedback