গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন ৯৬,৫৫১ জন। মোট আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লক্ষ ৬২ হাজারেরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, একদিনে মারা গিয়েছেন ১,২০৯ জন। এনিয়ে পরপর দুইদিন সংক্রমণ ও মৃত্যুতে রেকর্ড হল। মোট মৃত এখন ৭৬,২৭১ জন। অন্যদিকে, কেলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেছেন, আনলক শুরু হওয়ার পর রাজ্যে আরও অনেক মৃত্যু হতে পারে। আরও বেশি সংখ্যায় বৃদ্ধেরা সংক্রমিত হলে ভেন্টিসেটরের অভাব দেখা দিতে পারে। সারা বিশ্বে করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮০ লাখ ছাড়িয়ে গিয়েছে। শুক্রবার আক্রান্ত দাঁড়িয়েছে ২,৮০,৪৭,৮২৮ জন। মারা গিয়েছেন মোট ৯ লাখ ৭ হাজারের বেশি। সবথেকে বেশি সংক্রমণ আমেরিকা, ভারত আর ব্রাজিলে।
إرسال تعليق
Thank You for your important feedback