গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৩৭২ জন। বিগত কয়েকদিন ধরেই নতুন আক্রান্তের সংখ্যা ৯০ হাজার পার করছে। ফলে কপালে চিন্তার ভাঁজ পড়ছে চিকিৎসক মহল থেকে বিশেষজ্ঞদের। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অবশ্য জানাচ্ছে সুস্থতার হারও সন্তোষজনক। রবিবার প্রকাশ করা সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১,১১৪ জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫৮৬ জন।
শতাংশের বিচারে মাত্র ১.৬৫ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে করোনায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী সক্রিয় আক্রান্তের তুলনায় সুস্থ (রোগীর সংখ্যা) প্রায় ৩.৮ গুণ বেশি। যা মোট আক্রান্তের এক চতুর্থাংশ। দেশে মোট ৩৭ লাখ ২,৫৯৫ জন মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। অর্থাৎ ৭৭.৮৮ শতাংশ মানুষ করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার দৈনিক সুস্থতার হারও রেকর্ড গড়েছে। একদিনেই করোনাকে হারিয়ে ৮১ হাজার ৫৩৩ জন বাড়ি ফিরেছেন। ফলে আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হার বেশ ভালো।
إرسال تعليق
Thank You for your important feedback