থামার কোনও লক্ষণ নেই করোনা ভাইরাসের। উল্টে দিন দিন বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সর্বশেষ হিসেব অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬,৪২৪ জন মানুষ। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫২ লাখ ১৪ হাজার ৬৭৮ জন। তবে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১০ লাখ ১৭ হাজার ৭৫৪ জন। বিগত কয়েক সপ্তাহ ধরেই দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ৯০ হাজারের মাইলস্টোন পার করছে। কয়েকদিন আগে সংখ্যা প্রায় লাখ ছুঁয়ে ফেলেছিল।
বৃহস্পতিবারও সেই ধারা বজায় রেখে নতুন করে আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার পার করেছে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, সুস্থতার হারও আশাপ্রদ। গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা মুক্ত হয়েছেন ৮৭ হাজার ৪৭২ জন। সুস্থতার হার ৭৮.৮৬ শতাংশ। অপরদিকে গত ২৪ ঘন্টায় ভারতে ১১৭৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪ হাজার ৩৭২ জন। যদিও মৃত্যুর হার মাত্র ১.৬২ শতাংশ। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘন্টযায় ১০ লাখের সামান্য বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের দাবি, ভারতে রোগমুক্তির হার ৭৮ থেকে ৭৯ শতাংশের কাছাকাছি। পাশাপাশি মৃত্যুহারের নিরিখেও ভারত অন্যান্য দেশের থেকে ভালো জায়গায়।
إرسال تعليق
Thank You for your important feedback