বলিউডে একের পর এক অভিনেতা অভিনেত্রীরা করোনা পজিটিভ হচ্ছেন। টেলি জগতের পরিচিত মুখ বছর ৫৯-এর হিমানি শিবপুরী করোনা আক্রান্ত হয়েছেন। অভিনেত্রী নিজেই তাঁর টুইটার হ্যান্ডেলে একথা জানিয়েছেন। যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাদেরও টেস্ট করিয়ে নেওয়ার কথা বলেছেন হিমানি। বর্তমানে অভিনেত্রী হাপ্পু কি উল্টন পল্টন শোয়ে অভিনয় করছেন কাটোরি দেবীর চরিত্রে। এই শোয়ের যিনি প্রোডিউসার সজ্ঞয় কোহলিও দিনকয়েক আগে করোনা আক্রান্ত হন। একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে গিয়ে করোনার উপসর্গ লক্ষ্য করেন হিমানি, তারপরই টেস্ট করান এবং রিপোর্ট পজিটিভ আসে। হিমানি শিবপুরি শুধু টেলিভিশন জগতে নয় হাম আপকে হ্যায় কৌন, কোয়লা, কুছ কুছ হোতা হ্যায়, পরদেশ, আনজাম, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন।
إرسال تعليق
Thank You for your important feedback