আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই শুরু হয়েছে যাবে আইপিএলের মহাযজ্ঞ। এরমধ্যেই সুখবর কলকাতা নাইট রাইডার্সের সংসারে। বৃহস্পতিবার রাতে আবু ধাবিতে পৌঁছে গেলেন ইংল্যান্ডের ইয়ন মরগ্যান, টম ব্যান্টন আর অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তাঁরা দলে যোগ দেওয়ায় পূর্ণ শক্তি নিয়েই অভিযান শুরু করতে পারবে কেকেআর। টুইটারে তাঁদের আগমনের ছবি শেয়ার করেই ফ্যানদের এই ‘সুখবর’ দিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। সুখবর এই অর্থে যে, ইংল্যান্ড ও অজি ক্রিকেটারদের বাধ্যতামূলক ৬ দিনের কোয়ারেন্টিনে যেতে হচ্ছেনা। আপাতত তাঁদের ৩৬ ঘন্টা কোয়ারেন্টিনে থাকবেন। এই সময়ের মধ্যে তাঁদের একাধিকবার করোনা পরীক্ষা করা হবে। নেগেটিভ হলেই তাঁরা দলের সঙ্গে সুরক্ষা বলয়ে প্রবেশের অনুমতি পেয়ে যাবেন। উল্লেখ্য, কেকেআর প্রথম ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। আট ফ্রাঞ্চাইজির মোট ২১ জন ক্রিকেটার ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ খেলে পৌঁছে গেলেন সংযুক্ত আরব আমিরশাহিতে।
إرسال تعليق
Thank You for your important feedback