ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ভারতীয় ক্রিকেট দলের সদস্য মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান। তবে এবার স্বামীর বিরুদ্ধে নয়, সন্তানের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তিনি। লালবাজারে একবার নয়, একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পাননি তাই পুলিশি নিষ্ক্রিয়তার নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। মামলার বয়ান অনুযায়ী হাসিন জাহানের পক্ষের আইনজীবী আশিসকুমার চৌধুরী জানান, চলতি বছরের ৫ আগস্ট অযোধ্যার রামমন্দিরের জন্য যে ভূমি পুজো অনুষ্ঠান হয়েছিল। সেই বিষয় নিয়েই তিনি একটি সোশাল মিডিয়াতে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন মোহাম্মদ সামির স্ত্রী হাসিন জাহান। তারপর থেকেই তাঁর ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ প্রাণে মেরে ফেলার হুমকির পাশাপাশি কুরুচিকর মন্তব্য আসতে থাকে বলে অভিযোগ।
তাতে যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েন হাসিন জাহান। শুধু যে তাকে হুমকি দিয়ে থেমে থাকেনি দুষ্কৃতীরা সর্বক্ষণ তার ওপর নজরদারিও চালানো হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। এবিষয় নিয়ে আতঙ্কিত ছিলেন যে ২০২০ সালের ৯ আগস্ট লালবাজার সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। এবং ১১ আগস্ট লালবাজার থেকে তাকে ডেকে পাঠান হয়। সেখানে তিনি অভিযোগ করেন এবং তাঁর শিশুকন্যাকে নিয়ে আতঙ্কে আছেন বলে তিনি জানান। কিন্তু লালবাজার কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ হাসিন জাহান। হুমকির মাত্রা আরও বাড়তে শুরু করায় গত ২৮ আগস্ট লালবাজারে একটি মেল করেন তিনি। তা সত্ত্বেও লালবাজার কোনওরকম কোনও পদক্ষেপ করেনি। বর্তমানে তার স্বামী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য যিনি বছরে চার কোটি টাকা কর দান করেন তার স্ত্রী এবং কন্যার কোনও নিরাপত্তা নেই। তাই সন্তান এবং নিজের নিরাপত্তা চেয়ে অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।
إرسال تعليق
Thank You for your important feedback