ভোররাতের বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল নারকেলডাঙার ছাগলপট্টি। সোমবার ভোরে লকডাউন শুরুর আগেই ওই বস্তিতে আগুন লাগে। স্থনীয় বাসিন্দাদের দাবি, প্রায় ৪০-৫০টি ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। যদিও দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন ২৫-৩০টি ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। বাকি বহু ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ভোররাতের আগুনে। ভোরেই ঘটনাস্থলে যান সুজিত বসু। নারকেলডাঙা এলাকায় ছাগলপট্টিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বস্তিটি। সেখানেই মূলত বাঁশের দরমা ও প্লাস্টিকের ছাউনি দেওয়া ঝুপড়ি রয়েছে প্রচুর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন ভোর ৫টা নাগাদ কোনওভাবে আগুন লেগে যায় এক ঝুপড়িতে।
ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু
গায়ে গায়ে লেগে থাকা ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়তে থাকে। এই সময় সামনে থাকা একটি ইলেকট্রিক ট্রান্সফরমারে আগুন লেগে ফেটে যায়। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঝুপড়িগুলিতে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে দমকলের ৭টি ইঞ্জিন। স্থানীয় মানুষ ও বস্তিবাসীরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। পড়ে সেখানে দমকলের আরও ৩টি ইঞ্জিন পৌঁছায়। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছন দমকলমন্ত্রী। তবে তিলে তিলে জমানো টাকা-পয়সা ও জীবনের সঞ্জয় পুড়ে ছাই হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন বস্তির বাসিন্দারা। বেলার দিকে নিভে যাওয়া আগুনের ছাই হাতড়ে বেঁচে যাওয়া সামগ্রী খুঁজছেন সর্বস্য হারানো মানুষজন।
إرسال تعليق
Thank You for your important feedback