সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের সূত্রে শনিবার মুম্বইয়ে সাতটি জায়গায় ব্যাপক তল্লাশি চালাল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর ডিলিট করা হোয়াটসঅ্যাপের সূত্রে ধরে এই তল্লাশি চলানো হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রিয়া ছাড়াও তাঁর ভাই সৌভিক, ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, পরিচারক দীপক সাওয়ান্ত ও কয়েকজন মাদক ব্যবসায়ী। অন্যদিকে, একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জেরার মুখে রিয়া সইফ খানের মেয়ে বলিউড অভিনেত্রী সারা আলি খান, অভিনেতা রাকুল প্রীত, ডিজাইনার সিমোন খামবাট্টা, সুশান্তের বন্ধু রোহিনী আইয়ার ও চিত্রপরিচালক মুকেশ ছাবরা মাদক নেন বলে জানিয়েছেন। সারা সুশান্তের সঙ্গে তাইল্যান্ডেও গিয়েছিলেন বলে রিয়া জানিয়েছেন। সবমিলিয়ে বি-গ্রেডের জনা পনেরো অভিনেতা এনসিবির তদন্তে রয়েছেন। এদের কেউ মাদক সংগ্রহ করেন, কেউ মাদক সেবন করেন। আবার কেউ উঁচুমহলে মাদক সরবরাহ করেন। জানা গিয়েছে, সৌভিক ও স্যামুয়েল সুশান্তের ফ্ল্যাট থেকেই লকডাউনের মধ্যে গত এপ্রিলে রিয়ার বাড়িতে কুরিয়ারে মাদক পাঠিয়েছিলেন। কুরিয়ারের কর্মীই কবুল করেছেন, তিনি দীপেশ সাওয়ন্তের থেকে প্যাকেট নিয়ে সৌভিককে পৌঁছে দিয়েছেন। তাতে আধ কিলো মাদক ছিল।
إرسال تعليق
Thank You for your important feedback