হয়ে গেল সরকারি ঘোষণা, আইএসএল খেলছে ইস্টবেঙ্গল

রবিবার সকালেই ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর দিলেন নীতা আম্বানি। আইএসএল-এর আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড- এর কর্ণধার নীতা জানিয়ে দিলেন, আইএসএলে একাদশতম দল হিসাবে অন্তর্ভুক্ত হল ইস্টবেঙ্গল। ফলে এদিনই ষোলকলা পূর্ণ হল শতবর্ষে পড়া কলকাতার এই ক্লাবটির। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান আগেই এটিকে-র সঙ্গে গাঁটছড়া বেঁধে আইএসএল খেলার ছাড়পত্র পেয়েছে। এবার কলকাতার তিন নম্বর দল হিসেবে ইস্টবেঙ্গলও খেলবে দেশের সর্বোচ্চ ফুটবল লিগ। তবে ইস্টবেঙ্গল একক ক্লাব হিসেবেই আইএসএল খেলছে। অপরদিকে আতলান্তিকো কলকাতা ও মোহনবাগান গাঁটছড়া বেঁধে ‘এটিকে-মোহনবাগান’ ক্লাব নাম নিয়ে আইএসএল খেলবে। ফলে কলকাতা থেকে এবার দুটি দল খেলতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। ‘লাল-হলুদ’ যে আইএসএল খেলছে তা অনেকদিন আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। নতুন স্পনসর পাওয়ায় কেটে গিয়েছল সমস্ত জটিলতা। এবার সরকারি ঘোষণাও হয়ে গেল।
ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড- এর কর্ণধার নীতা আম্বানী জানিয়েছেন, ‘আইএসএল-এর জন্য খুবই খুশি এবং গর্বের মুহূর্ত। ইস্টবেঙ্গল এফসিকে আমরা আইএসএলে স্বাগত জানাচ্ছি। লাল-হলুদ ক্লাবের কয়েক লাখ সমর্থকের কাছে এটা অবশ্যই দারুন খুশির খবর হবে। দুই ঐতিহ্যশালী ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগানের আগামী দিনে ভারতীয় ফুটবলের ঐতিহ্য বহন করার সমুহ সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজ্য থেকে নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে এই দুটি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে বাংলা বরাবরই অবদান রেখেছে। আশা করব বাংলার দুই প্রধান ক্লাব ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে’। উল্লেখ্য, আইএসএল-এর বাকি দশটি ক্লাব হল, এটিকে-মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি, কেরল ব্লাস্টার্স, এফসি গোয়া, জামশেদপুর এফসি, হায়দরাবাদ এফসি, ওড়িশা এফসি, চেন্নাইয়ান এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم