এবারের IPL-এ বুধবারই খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। তারকা ঠাসা দলেও এবার অধিনায়ক নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। এবারের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মর্গ্যান কলকাতার অন্যতম ভরসা। তিনি দলে থাকলেও অধিনায়ক কিন্তু দীনেশ কার্তিক। গতবছর কার্তিকের অধিনায়কত্বে দল খুব একটা ভালো খেলতে পারেনি। সোশাল সাইটগুলিতে দীনেশের জায়গায় মর্গ্যানকেই চাইছেন কেকেআর ফ্যান থেকে শুরু করে সমর্থকরা। পাশাপাশি কিংবদন্তি সুনীল গাভাস্কারও এক সাক্ষাৎকারে বলেছেন যে, অত্যন্ত ব্যালান্সড টিম, এই KKR। এদের ব্যাটিং আকর্ষণীয় ও আক্রমণাত্মক দল। তাই মর্গ্যানের হাতেই নেতৃত্ব দেওয়া উচিত। তবে প্রথম কয়েকটি ম্যাচে কার্তিককে পরীক্ষা করে দেখে নিক। তিনি আরও বলেন, গতবছর রাজস্থান রয়্যালস প্রথমে অজিঙ্ক রাহানেকে অধিনায়ক করে পরে দায়িত্বে আনে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্টিভ স্মিথকে। আসলে এ সমস্ত বিষয়টাই নির্ভর করছে শাহরুখ ও অন্য প্রশাসকের উপর।
إرسال تعليق
Thank You for your important feedback