আসন্ন দুর্গাপুজো নিয়ে ভুয়ো সরকারি নির্দেশিকা পোস্ট করায় গ্রেফতার ২। রাজু বিশ্বাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে ঘোলা থানার পুলিস। অন্যদিকে, বরাহনগর থানার পুলিস গ্রেফতার করেছে প্রভুজিৎ আচার্যি নামে এক অভিযুক্তকে। তাঁদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে এবং ভুয়ো খবর ছড়ানো মামলা রুজু করা হয়েছে। বুধবার প্রভুজিৎকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। দুর্গাপুজো নিয়ে একটি ভুয়ো সরকারি নির্দেশিকা বেশ কিছুদিন বিভিন্ন সোশাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে। তা নিয়ে বিভ্রান্তি ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। ওই ভুয়ো নির্দেশিকায় বলা হয়েছে, দুর্গাপুজোর পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত বিকেল ৫টা থেকে ভোর ৪টে পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। মণ্ডপে প্রবেশ থেকে পুজোর নিয়মকানুন নিয়েও রয়েছে একাধিক নির্দেশিকা। বিসর্জন কীভাবে হবে তা-ও বলা হয়েছে ওই নির্দেশিকায়।
— Kolkata Police (@KolkataPolice) September 8, 2020
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ব্যবস্থার নির্দেশের পর রাজ্য পুলিসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই ভুয়ো পোস্টটিকে চিহ্নিত করে সতর্ক করা হয়।
إرسال تعليق
Thank You for your important feedback