দমদম থেকে মঙ্গলবার রাতে আনন্দপুর কাণ্ডের অভিযুক্ত অভিষেক পাণ্ডাকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার রাতে আনন্দপুর এলাকায় পেশায় ব্যাঙ্ককর্মী পঞ্চসায়রের বাসিন্দা এক তরুণী দেখা করতে গিয়েছিলেন অমিতাভ বসু নামে পরিচয় দেওয়া ওই যুবকের সঙ্গে। অভিযোগ, গাড়ির মধ্যেই তাঁর শ্লীলতাহানি, মারধোর করা হয়েছে। তখন এক দম্পতি তরুণীকে উদ্ধার করেন। সেইসময় অভিযুক্ত যুবক নিজের গাড়িটি উদ্ধারকারী মহিলার পায়ের উপর দিয়ে চালিয়ে পালিয়ে যায়।
তদন্তে জানা যায়, অভিযুক্তের আসল নাম অভিষেক পাণ্ডা। বছর ছয়েক আগে বিয়ে হয়েছিল তার। বিয়ের আট মাস পর থেকেই স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে সে। বাধ্য হয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ওই বধূ। এরপরই পঞ্চসায়রের তরুণীর সঙ্গে পরিচয় অমিতাভ ওরফে অভিষেকের। অভিষেকের মাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। নির্যাতিতা তরুণী ও মায়ের থেকে পাওয়া তথ্য ও মোবাইল লোকেশন ট্র্যাক করেই এদিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
إرسال تعليق
Thank You for your important feedback