শেষ হয়েছে বান্টি আউর বাবলি-২-এর শুটিং। যশরাজ ফিল্মসের তরফে শনিবার জানানো হয়েছে, সইফ আলি খান ও রানি মুখার্জিকে নিয়ে তৈরি এই ছবির শুটিংপর্ব শেষ। ২০০৫ সালের বান্টি আউর বাবলির সিকুয়েল এটি। অভিনয় করেছেন সিদ্ধান্ত চতু্রবেদী ও শর্বরী এমনিতে শুটিংয়ের কাজ প্রায় শেষই হয়ে গিয়েছিল। কিন্তু করোনা মহামারীর জন্য আটকে গিয়েছিল একটি গানের দৃশ্য শুট করার কাজ। সবরকম করোনা বিধি মেনেই শেষ হয়েছে গানের দৃশ্যটির কাজ। মুম্বইয়ে যশরাজ ফিল্মসের স্টুডিওতে সইফ, রানি, সিদ্ধান্ত ও শর্বরীর গ্রুপ ছবিও পোস্ট করা হয়েছে। ১১ বছর পর এই ফিল্মের সূ্ত্রেই একসঙ্গে কাজ করলেন সইফ-রানি। আগের ছবিতে নায়ক ছিলেন অভিষেক বচ্চন। ফিল্মটির পরিচালক বরুণ শর্মা।
إرسال تعليق
Thank You for your important feedback