অতি বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি উত্তরের দুই জেলায়

 

উত্তরবঙ্গে এতটানা বৃষ্টির জেরে দুটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তর দিনাজপুরে নাগর নদীর জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। রায়গঞ্জ ব্লকের বাহিন, জগদীশপুর, মাড়াইকুড়া অঞ্চলের বিভিন্ন এলাকায় জল বইছে কোমরের ওপর দিয়ে। কোথাও আবার হাটু জল। ফলে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। অপরদিকে একই চিত্র মালদা জেলাতেও। জলমগ্ন হয়ে পড়েছে ইংরেজবাজার পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। উদাসীন প্রশাসন, এলাকাবাসীর দাবি, সময়মতো বাঁধ মেরামতি না করায় এই বিপত্তি। ইংরেজবাজারের মানুষ মঙ্গলবার সকালেই ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। 

 
গত কয়েকদিন ধরেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের জগদীশপুর, বাহিন সহ বেশ কয়েকটি এলাকায় নাগর নদীর জল ঢুকতে শুরু করে। এলাকায় গিয়ে দেখা গেল বাহিনের ভিটিহার, কুমারজোল এই গ্রামীণ এলাকাগুলিতে কোথাও হাঁটুজল, আবার কোথায় আবার কোমর জল দাঁড়িয়ে রয়েছে। রাস্তায় নামানো হয়েছে নৌকা। ঘরের জরুরী জিনিষপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয় মানুষজন। এই গ্রামীণ এলাকাগুলির বিস্তীর্ণ চাষের জমি জলের তলায় ইতিমধ্যেই চলে গিয়েছে। ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষীরা৷ একে তো করোনা অতিমারিতে প্রায় নিঃস্ব মধ্য ও নিম্নবিত্ত সাধারণ মানুষ। তার ওপর নিম্নচাপের ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় সমস্যায় পড়েছেন রায়গঞ্জের বিস্তৃর্ণ এলাকার মানুষজন। আপাতত বাড়ির শিশু ও বয়স্কদের নিয়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। রান্না নেই, খাওয়া নেই। অভিযোগ, দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে এখনও দেখা যায়নি স্থানীয় প্রশাসনের।


 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم