আর মাত্র কয়েকদিন, যানজট থেকে মুক্তি দিতে এবার বাজারে আসতে চলেছে উড়ুক্কু গাড়ি। না কল্প বিজ্ঞানের কোনও গল্প নয়। একেবারে বাস্তব। সম্প্রতি জাপানে এই ধরণের গাড়ির টেস্ট ড্রাইভ হয়ে গেল। তাও আবার মানুষকে বসিয়ে। এই উড়ুন্ত বা উড়ুক্কু গাড়ির নির্মাতা জাপানি সংস্থা স্কাইড্রাইভ (SkyDrive Inc)। সম্প্রতি জাপানের টয়োটা টেস্ট ড্রাইভ সেন্টারেই এই গাড়ির পরীক্ষা নিরীক্ষা করা হল। সংস্থার প্রধান তোমোহিরো ফুকুজাওয়া জানিয়ে দিয়েছেন, এই গাড়ির ২০২৩ সালের মধ্যেই বিক্রি শুরু হয়ে যাবে। বিগত কয়েক বছর ধরেই এই ধরণের ফিউচার গাড়ি নিয়ে গবেষণা চলছিল জাপানে।
সেই সঙ্গে বিশ্বের আরও কয়েকটি সংস্থাও এই ধরণের গাড়ি তৈরির চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু স্কাইড্রাইভ সকলের আগে উড়ুক্কু যান তৈরি করে তাক লাগিয়ে দিল। প্রসঙ্গত, ডাচ সংস্থা PAL-V আগামী বছরই এই ধরণের গাড়ি বাজারে আনতে চলেছে বলে জানা যাচ্ছে। তাঁদের গাড়িটির নাম ‘PAL-V Liberty’, যেটি একটি হাইব্রিট কার। এই ধরণের রাস্তায় চলা উড়ুক্কু যান তৈরি করছে বোয়ংয়ের মতো সংস্থাও। ইলেকট্রিকে চলা এই যানে মূলত এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যার নাম eVTOL (Electric vertical takeoff and landing)। প্রস্তুতকারক সংস্থার শেয়ার করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, একজন পাইলট টয়োটা টেস্ট গ্রাউন্ডে গাড়িটি নিয়ে মাটি থেকে প্রায় ২ ফুট উপরে ৪ মিনিটের বেশি সময় উড়ছেন।
দেখুন ভিডিও…
সেই সঙ্গে বিশ্বের আরও কয়েকটি সংস্থাও এই ধরণের গাড়ি তৈরির চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু স্কাইড্রাইভ সকলের আগে উড়ুক্কু যান তৈরি করে তাক লাগিয়ে দিল। প্রসঙ্গত, ডাচ সংস্থা PAL-V আগামী বছরই এই ধরণের গাড়ি বাজারে আনতে চলেছে বলে জানা যাচ্ছে। তাঁদের গাড়িটির নাম ‘PAL-V Liberty’, যেটি একটি হাইব্রিট কার। এই ধরণের রাস্তায় চলা উড়ুক্কু যান তৈরি করছে বোয়ংয়ের মতো সংস্থাও। ইলেকট্রিকে চলা এই যানে মূলত এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যার নাম eVTOL (Electric vertical takeoff and landing)। প্রস্তুতকারক সংস্থার শেয়ার করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, একজন পাইলট টয়োটা টেস্ট গ্রাউন্ডে গাড়িটি নিয়ে মাটি থেকে প্রায় ২ ফুট উপরে ৪ মিনিটের বেশি সময় উড়ছেন।
দেখুন ভিডিও…
إرسال تعليق
Thank You for your important feedback