করোনার কারণে গত ছয়মাসে দেশে কাজ হারিয়েছেন প্রায় ৪১ লাখ মানুষ। দেশের ডিজিপি গত ৪০ বছরের ইতিহাসে সবচেয়ে তলানিতে। কিন্তু তাতে কিছু যায় আসেনি দেশের তাবড় বিজনেসম্যানদের। কারণ বিখ্যাত ‘ফোর্বস’ ম্যাগাজিন বলছে এই ছয়মাসে দেশে বিলিওনিয়ার (১০০ কোটি) বেড়েছে ১৫ জন। গত মার্চে ফোর্বসের রিয়েল টাইম বিলিওনিয়ারের তালিকায় নাম ছিল ১০২ জন ভারতীয়র। সাম্প্রতিক তালিকা প্রকাশ হতেই দেখা গেল এই তালিকায় ১১৭ জন ভারতীয় জায়গা করে নিয়েছেন। আর ওই ১১৭ জন বিলিওনিয়ারের মোট সম্পত্তির পরিমান ৩০ হাজার কোটি ডলার। ভারতীয়দের মধ্যে এই তালিকার শীর্ষে যথারীতি মুকেশ আম্বানি। তিনি বিশ্ব ক্রমাঙ্কে ৬ নম্বরে রয়েছেন। ফোর্বস জানিয়েছে তাঁর সম্পত্তির পরিমান ৮,৮২০ কোটি ডলার। ফলে তিনি ভারত তো বটেই, এশিয়ার ধনীতম ব্যক্তি এখন। ভারতীয়দের তালিকায় ক্রমপর্যায়ে ঠাঁই পেয়েছেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি, কোটাক মহিন্দ্রা গ্রুপের কর্ণধার উদয় কোটাক, ডিমার্ট-এর কর্ণধার রাধাকৃষ্ণ দামানি ও তাঁর পরিবার, সিরাম ইনস্টিটিউটের কর্ণধার সাইপ্রাস পুণাওয়ালার মতো ব্যবসায়ীরা।
إرسال تعليق
Thank You for your important feedback