দোতলা-তিনতলা পাকা বাড়ি গিলে খাচ্ছে আগ্রাসী গঙ্গা। কখনও আস্ত আমগাছ বেমালুম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে গঙ্গার জলে। নদী ভাঙনের এমনই ভয়ানক চিত্র আকছার দেখা যাচ্ছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকায়। বাড়িঘর হারিয়ে কান্নার রোল পড়েছে এলাকায় এলাকায়। ধানঘরা, হিরানন্দপুর এলাকায় ভাঙনের চিত্র সবচেয়ে ভয়াবহ। ফলে জীবন হাতে নিয়ে যেটুকু বাঁচাতে পারছেন সেটা নিয়েই কোনওরকমে পালিয়ে প্যাচ্ছেন বাসিন্দারা। অথচ প্রশাসনিক কর্মকর্তাদের কোনও হেলদোল নেই বলেই অভিযোগ। আতঙ্কে বাড়িঘর ভেঙে অন্যত্র পালিয়েছেন পাঁচ শতাধিক পরিবার। এলাকায় কার্যত হাহাকার অবস্থা। এখনও পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তাদের দেখা না মেলায় রীতিমতো ক্ষোভ ছড়িয়ে পড়ছে সামশেরগঞ্জে।
দেখুন ভাঙনের সেই ভয়াবহ ভিডিও….
إرسال تعليق
Thank You for your important feedback