আচমকাই Google Play Store থেকে উধাও হয়ে গেল জনপ্রিয় Paytm অ্যাপ। ফলে এখন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগুলের প্লে স্টোরে কেউ Paytm লিখে সার্চ করলেই ‘Item not found’ লেখা ফুটে উঠছে। কিন্তু হঠাৎ করে কী এমন হল? কেনই বা গুগুল প্লে স্টোর থেকে তুলে নেওয়া হল জনপ্রিয় এই মোবাইল অ্যাপটি? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মধ্যে। জানা যাচ্ছে সম্প্রতি বিজয় শেখরের সংস্থা ‘ফ্যান্টাসি গেমস’ সংক্রান্ত যে ফিচার এনেছিল, সেটা নিয়েই মূলত আপত্তি গুগলের। অভিযোগ উঠছে জুয়ার আসর চলছিল এই অ্যাপের মাধ্যমে।
সরাসরি পেটিএমের নাম না করলেও এদিন গুগল ইন্ডিয়ার তরফ থেকে একটি ব্লগ পোস্ট প্রকাশ করা হয়েছে। যেখানে জুয়া নিয়ে প্লে স্টোরের নীতি বিস্তারিত ভাবে লেখা হয়েছে। গুগল জানিয়েছে, তারা অনলাইন ক্যাসিনো বা অনিয়ন্ত্রিত জুয়া সম্পর্কিত অ্যাপ চালাতে দেবে না যেটা থেকে স্পোর্টস বেটিং হতে পারে। এই ধরণের অ্যাপ গুগলের পলিসির বিপক্ষে বলে জানিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট। গুগুল আরও জানিয়েছে, এই ধরনের অ্যাপ গ্রাহকদের বাহ্যিক অন্য একটি ওয়েবসাইটে টেনে নিয়ে গিয়ে, তাঁদের বিভিন্ন ধরনের ক্রীড়ার সঙ্গে যুক্ত বেটিং সম্পর্কিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাধ্য করে। তবে এখনও পর্যন্ত Paytm-এর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য বিগত কয়েক বছরে অনলাইনে টাকা লেনদেনের মোবাইল ওয়ালেট হিসেবে জনপ্রিয়তার শিখরে উঠেছিল Paytm অ্যাপ।
إرسال تعليق
Thank You for your important feedback