৭৫ বছর ধরে ভারতের সর্বকালের শ্রেঠ সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর আজ ৯১ বছর পার করে ৯২-এ পা দিলেন। ভারতের নানান ভাষায় গান করে অপরিহার্য হয়েছিলেন এশিয়ার নাইটঅ্যাঙ্গেল। জওহরলাল নেহরু থেকে নরেন্দ্র মোদি, প্রত্যেকে তাঁর গানের ভূয়সী প্রশংসা করেছেন। পেয়েছেন পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন সম্মান। দেশে বিদেশে আজও লতার গানের সমাদর। ইদানিং বয়সের ভারে গানের জগৎ থেকে বিদায় নিয়েছেন তিনি। সুরাইয়া থেকে কাজল প্রত্যেকেই লতার কণ্ঠে লিপ দিয়েছেন। করোনা আবহে একেবারেই তাঁর বাড়িতে কারও প্রবেশ নিষেধ। কিন্তু তাও সকাল থেকে হাজার হাজার শুভেচ্ছা বার্তা আসছে তাঁর কাছে, লতা মঙ্গেশকর দীর্ঘজীবী হোন।
إرسال تعليق
Thank You for your important feedback