দ্বিতীয়বার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী হরিবংশ। সোমবার ধ্বনি ভোটে তিনি পরাজিত করেন বিরোধী প্রার্থী মনোজ ঝাকে। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু তাঁকে নির্বাচিত বলে ঘোষণা করেন। তাঁর নাম প্রস্তাব করেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। সমর্থন করেন থেওয়রচাঁদ গেহলত। নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, হরিবংশ পক্ষপাতহীন। তাঁর ভূমিকায় শক্তিশালী হয়েছে গণতন্ত্র। প্রাক্তন সাংবাদিক-সম্পাদক হরিবংশরে অভিনন্দন জানান কংগ্রেসের গুলাম নবি আজাদ।
إرسال تعليق
Thank You for your important feedback