হিজবুল মুজাহিদিনের নেতা সৈয়দ সালাহউদ্দিন। আর কয়েক বছর ধরে এই জঙ্গি নেতাকে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে দাবি করে আসছিল ভারত। এর জন্য যথেষ্ঠ প্রমানও দিয়েছে নয়া দিল্লি। এবার ভারত দাবি করল, এই সালাহউদ্দিনকেই পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর অফিসার পদে নিয়োগ করেছে ইমরান সরকার। যদিও সেটা খুব গোপনে করেছে পাকিস্তান। কিন্তু পুরো বিষয়টির পর্দাফাঁস করেছে ভারতীয় গোয়েন্দা বিভাগ। সৈয়দ মুহাম্মদ ইউসুফ শাহ ওরফে সৈয়দ সালাহউদ্দিনকে আইএসআই-এর অফিসার পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গোয়েন্দারা। ভরতের দাবি, এবার থেকে আইএসআই-এর হয়ে ভারত বিরোধী যাবতীয় কর্মকাণ্ড দেখভাল করবেন এই জঙ্গিনেতা।
ভারতীয় গোয়েন্দাদের দাবি, আইএসআই অফিসার হওয়ায় এই জঙ্গিনেতাকে পাকিস্তানে কোনও চেকপোস্টেই আটকানো যাবে না। তাঁর গাড়িটিও থআকবে সুরক্ষা বলয়ে। তিনি ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই পদে বহাল থাকবে বলেই নির্দেশিকা জারি করেছে পাকিস্তান সরকার। উল্লেখ্য, এর আগেই পাকিস্তানই সালাহউদ্দিনের জঙ্গি কার্যকলাপের প্রমাণ দিয়েছে। ভারতও বহুদিন ধরেই এই ধরণের বহু প্রমান আন্তর্জাতিক মহলে দিয়েছে। সৈয়দ সালাহউদ্দিন বর্তমানে লস্কর ও জইশের মতো জঙ্গি সংগঠনগুলিকে নিয়ে গড়া ইউনাইটেড জিহাদ কাউন্সিল-এর প্রধান। কাশ্মীর সহ ভারতের বহু জায়গায় নাশকতা ছড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এবার তাঁকেই বড় সরকারি পদ দিয়ে সুরক্ষা নিশ্চিত করল ইমরান খানের সরকার। তবে ভারতের এই দাবি, আন্তর্জাতিক মহলে পাকিস্তানের মুখ ফের পুড়বে বলেই মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞ মহল।
إرسال تعليق
Thank You for your important feedback