রাজস্থানের জয়পুরের বিভিন্ন প্রভাবশালী ও ধনী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে গোপন ভিডিও তুলে রাখা হত। এরপর সুযোগ বুঝে তাঁদের ব্ল্যাকমেল করে মোটা টাকা হাতিয়ে নিত এক চক্র। গোপন সূত্রে খবর পেয়ে রাজস্থান পুলিশের এক বিশেষ দল এই মধুচক্রের পর্দাফাঁস করল। জয়পুরের শিবদাসপুরা থানা এক মহিলা সহ চারজনকে গ্রেফতার করেছে। তাঁদের বিরুদ্ধে মধুচক্র চালানো ও ব্ল্যাকমেল করার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা জানতে তদন্ত করা হচ্ছে। ধৃতদের কাছ থেকে এক লাখ টাকা নগদ ও একটি দেশি পিস্তল ও একটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের নাম রাজেন্দ্র ওরফে রাজু, গোবর্ধন বিলাস ও যোগেন্দ্র।
ধৃত মহিলার নাম সোনু গুজ্জর। জয়পুর দক্ষিণের পুলিশ কমিশনার মনোজ চৌধুরী জানিয়েছেন, এই মধুচক্রের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ জমা পড়েছিল। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। জানা গিয়েছে, এই চক্রের সঙ্গে একাধিক মহিলা যুক্ত। তাঁদেরও চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। চক্রের মহিলারা রাজস্থানের বিভিন্ন প্রভাবশালী ও ধনী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন। তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় গোপন ভিডিও তুলে রাখতেন। এরপর পরে সেই ভিডিও ইন্টারনেটে ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে মোটা টাকা আদায় করতেন চক্রের মাথারা। প্রথমে ফোনেই আলাপ জমাতেন মহিলারা। এরপর সুযোগ সুবিধামতো নির্জন কোনও জায়গায় ডেকে নিতেন তাঁরা। বেশ বড়সড় এই চক্রের পর্দাফাঁস করে পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, রীতিমতো হোমওয়ার্ক করেই এই চক্র কাজ করত।
إرسال تعليق
Thank You for your important feedback