শ্রীরাম জন্মভূমি তিরথ ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে জালিয়াতি করে প্রচুর টাকা তুলে নেওয়া হয়েছে। ভুয়ো চেক ব্যবহার করে দুটি ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। ওই জালিয়াত যখন তৃতীয়বার টাকা তুলতে যায়, তখন ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইকে ফোনে যোগাযোগ করে ব্যাঙ্ক। অজ্ঞাত পরিচয় ওই জালিয়াতের বিরুদ্ধে অযোধ্যা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে, অযোধ্যায় প্রস্তাবিত বিমানবন্দরের নাম রামচন্দ্রের নামে রাখা হবে বলে ঠিক হয়েছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে বিমানবন্দরের কাজ শেষ করতে বলেছেন যোগী আদিত্যনাথ। রামমন্দির তৈরি হলে দেশবিদেশের প্রচুর পর্যটক অযোধ্যায় আসবেন বলে মনে করা হচ্ছে। বিমানবন্দরের জন্য উত্তরপ্রদেশ সরকার ৫২৫ কোটি টাকা বরাদ্দ করেছে। তার মধ্যে ৩০০ কোটি খরচ হয়ে গিয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback