করোনা আতঙ্কের মধ্যেই নয়া ভাইরাস 'ক্যাট কিউ'

 

করোনার মধ্যেই এবার ক্যাট কিউ ভাইরাস (Cat Que Virus)। আইসিএমআর সতর্ক করে বলেছে, আরেকটা চিনা ভাইরাস এদেশে ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। তার নাম ক্যাট কিউ ভাইরাস। এর জেরে ম্যানেনজাইটিস, বাচ্চাদের এনসেফেলাইটিস হতে পারে। পুনের ন্যাশনাল ইন্সিটিটউট অফ ভাইরোলজির সাত বিশেষজ্ঞ জানিয়েছেন, কিউলেক্স মশা ও শূওর থেকে এই রোগ ছড়ায়। চিন ও ভিয়েতনামে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ইতিমধ্যেই। গৃহপালিত শূওরই এই ভাইরাসের প্রধান হোস্ট। চিনে স্থানীয়ভাবে পালিত শূওরদের মধ্যেই এর অ্যান্টিবডি মিলেছে। বিজ্ঞানীরা এই ভাইরাসের প্রমাণ ৮৮৩টি মানবিক সিরামের মধ্যে ২টিতে পাওয়া গিয়েছে। তবে ভারতেও এটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। চিনের কিউলেক্স মশা আর ভিয়েতনামে শূওরদের মধ্যেও ভাইরাস ছড়ানোর ক্ষমতা রয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم