মাত্র ১৩ দিনেই ৪০ থেকে ৫০ লাখ পেরিয়ে গেল করোনা দেশে আক্রান্তের সংখ্যা। একদিনে আক্রান্ত হয়েছে ৯০,১২৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১,২৯০ জন। এক মহারাষ্ট্রেই মৃত ৫১৫ জন। এই নিয়ে টানা ১৫ দিন মৃতের সংখ্যা হাজারের বেশি। মোট মৃত এখন ৮২,০৬৬ জন। সুস্থ হয়েছেন ৩৯,৪২,৩৬১ জন। নতুন করে সুস্থ হয়েছেন ৮৩ হাজার। সুস্থতার হার ৭৮.৫ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু এবং কর্নাটকে এখন দেশের মোট সংক্রমণের ৫৩ ভাগ। মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ১৭ হাজারের বেশি। মোট আক্রান্ত ১০ লাখ ৭০ হাজার। বেঙ্গালুরুতে এখন সংক্রমিতের সংখ্যা মুম্বইয়ের থেকেও বেশি। অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্যসংস্থার মতে, বিশ্ব এখনও ভয়ঙ্কর করোনা মহামারীর গোড়াতেই রয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback