দেশের গ্রামাঞ্চলের ৬৯.৪ শতাংশই করোনায় আক্রান্ত। আইসিএমআরের প্রথম জাতীয়স্তরের সেরোসার্ভেতে এই তথ্য উঠে এসেছে। ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চে প্রকাশিত এই সমীক্ষার রিপোর্টে জানা গিয়েছে, শহুরে বস্তি এলাকায় সংক্রমিত ১৫.৯ শতাংশ, অন্য শহুরে এলাকায় তা ১৪.৬ শতাংশ। সংক্রমণ বেশি ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। সবথেকে কম সংক্রমণ ৪৬ থেকে ৬০ বছরের উপরে সংক্রমণ ৩৯.৫ শতাংশ। গত ১১ মে থেকে ৪ জুন এই সমীক্ষা চালানো হয়। দেশের ২১টি রাজ্যের মোট ৭০০টি গ্রামের ২৮ হাজার লোকের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। কোভিড কবচ ও এলিজা কিটে তা পরীক্ষা করা হয়। মে-র গোড়ায় দেশে ৬৪ লাখ ৬৮ হাজারের সংক্রমণ হয়েছিল বলে ধরা পড়েছে। তবে পূর্ণ বয়স্কদের মধ্যে সংক্রমণ কম। তাদের মাত্রই ১ শতাংশ করোনায় আক্রান্ত হয়েছেন।
إرسال تعليق
Thank You for your important feedback