১৩ তম IPL ক্রিকেট শুরু হতে চলেছে ১৯ সেপ্টেম্বর থেকে চলবে ১০ নভেম্বর অবধি। রবিবার এই খোলার চূড়ান্ত ক্রীড়াসূচি প্রকাশিত হবে| IPL টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেস প্যাটেল জানান, সমস্যা থাকলেও ক্রীড়াসূচি বহাল থাকবে। খেলা হবে দুবাই, আবু ধাবি ও শারজায়। কোভিড সঙ্কটে থাকা চেন্নাই সুপার কিংস তাদের তৃতীয় করোনাটেস্ট করার পর শুক্রবার জানায় যে তারা খেলতে প্রস্তুত। যদিও তাদের দুই খেলোয়াড় দেশে ফিরে গেছে অন্য একজন অসুস্থ|
১৩ তম IPL ক্রিকেট শুরু হতে চলেছে ১৯ সেপ্টেম্বর থেকে চলবে ১০ নভেম্বর অবধি। রবিবার এই খোলার চূড়ান্ত ক্রীড়াসূচি প্রকাশিত হবে| IPL টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেস প্যাটেল জানান, সমস্যা থাকলেও ক্রীড়াসূচি বহাল থাকবে। খেলা হবে দুবাই, আবু ধাবি ও শারজায়। কোভিড সঙ্কটে থাকা চেন্নাই সুপার কিংস তাদের তৃতীয় করোনাটেস্ট করার পর শুক্রবার জানায় যে তারা খেলতে প্রস্তুত। যদিও তাদের দুই খেলোয়াড় দেশে ফিরে গেছে অন্য একজন অসুস্থ|
إرسال تعليق
Thank You for your important feedback