বিজেপির শাসনে দ্রুত উত্থান, বলিউডে খ্যাতি, এই বছর পদ্মশ্রী, সব মিলিয়ে কঙ্গনা রানাওয়াতের বৃহস্পতি এখন তুঙ্গে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে হইচই বাধানো বক্তব্য রেখে বিজেপির গুডবুকে কঙ্গনা।এর মধ্যে মহারাষ্ট্র সরকারকে নিয়মিত সমালোচনা করে সিকিউরিটিও পেয়েছেন তিনি। বিরোধীরা বলছে সিকিউরিটি পাওয়া মানে দলে প্রবেশের প্রথম ধাপ। বুধবারই তিনি মুম্বইতে এসে পৌঁছেছেন। হাতে তাঁর প্রচুর ছবি। একইসাথে রাজ্য সরকার সতর্ক তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে। শোনা যাচ্ছে, আসন্ন বিহার বিধানসভার নির্বাচনে তিনি প্রচারে নামতে পারেন। এখন ” সুশান্ত ইস্যু ” নীতিশ/বিজেপির বড় অস্ত্র| যদিও কঙ্গনা এরকম কোনও বিষয়ে মুখ খুলছেন না তবুও বিরোধীরা ভাবছেন যে, মোদীভক্ত কঙ্গনার খেল এখনো শেষ হয়নি|
إرسال تعليق
Thank You for your important feedback