করোনা আবহে লকডাউন পর্ব শেষ দেশ করে আনলক পর্বে প্রবেশ করেছে সেই জুন মাসে। এরপর তিনটি আনলক পর্ব শেষ করে সেপ্টেম্বরের এক তারিখ শুরু হয়েছে আনলক-চার। কিন্তু তবুও থামানো যাচ্ছে না করোনা ভাইরাসের সংক্রমণ। ফলে কেন্দ্রীয় সরকার আর নতুন করে লকডাউন ঘোষণা না করলেও রাজ্যগুলি নিজেদের মতো করে লকডাউন করছে। বাংলাতেও চালু আছে সাপ্তাহিক লকডাউন। গতমাস থেকেই মুখ্যমন্ত্রী সপ্তাহে দুদিন করে রাজ্যজুড়ে সার্বিক লকডাউন লাগু করছেন। যদিও বিভিন্ন সময় ঘোষিত দিন বারবার পরিবর্তন করা নিয়ে বিতর্কও কম হয়নি। চলতি সপ্তাহে ১১ ও ১২ তারিখ অর্থাৎ শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক লকডাউনের দিন। কিন্তু রবিবার সর্বভারতীয় NEET পরীক্ষা থাকায় মুখ্যমন্ত্রী শনিবার লকডাউন প্রত্যাহার করেন। ফলে শুক্রবার রাজ্যজুড়ে চলছে সার্বিক লকডাউন। কিন্তু এখন প্রশ্ন উঠছে এটাই কি এবারের মতো শেষ লকডাউন?
লকডাউনের এই দৃশ্য কী আর দেখা যাবে?
আনলক-৪ পর্বের শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এক নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, রাজ্যগুলি নিজেদের মতো করে লকডাউন ঘোষণা করতে পারবে না। কেন্দ্রের নির্দেশনামা ছিল যে, রাজ্যগুলি লকডাউন করতে হলে কেন্দ্রের আগাম অনুমতি নিতে হবে। সেক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে কেন্দ্র লকডাউনের অনুমতি দিতে পারে। কিন্তু এই নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকার মানেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, যেহেতু ৭, ১১,১২ সেপ্টেম্বরের ঘোষণা আগেই করা ছিল তাই ও দিনগুলো লকডাউন হবেই। সেক্ষেত্রে ৭ সেপ্টেম্বর রাজ্যে লকডাউন হয়েছে। ১১ সেপ্টেম্বরও রাজ্যজুড়ে লকডাউন চলছে। কিন্তু রবিবার ১৩ সেপ্টেম্বর NEET পরীক্ষা, তাই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ১২ তারিখ আনলক ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু পরবর্তী লকডাউন কবে, তার কোনও ঘোষণা নেই। সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই সাপ্তাহিক লকডাউনের দিনক্ষণ ঘোষণা করেন। এক্ষেত্রে পরবর্তী দিনক্ষণের কোনও ঘোষণা নেই। তাই প্রশ্ন উঠেছে তবে কি শুক্রবারই রাজ্যের শেষ লকডাউন পালিত হচ্ছে?
إرسال تعليق
Thank You for your important feedback