এতদিন সুশান্তকাণ্ড নিয়ে মতামত ও টুইট করছিলেন কঙ্গনা রানাউত। কিন্তু এবার সরাসরি রাজনৈতিক যুদ্ধেই নেমে পড়লেন তিনি বলিউডের এই অতি সাহসী অভিনেত্রী। টুইট যুদ্ধ চলছিল সঞ্জয় রাউতের সঙ্গে, আক্রমণ করেছিলেন উদ্ধব ঠাকরেকেও, কথা শোনাতে ছাড়েননি সোনিয়া গান্ধিকেও। শনিবারই কঙ্গনার মা জানিয়েছিলেন যে, কঙ্গনা বিজেপিতে যোগ দেবে। কিন্তু মোদি ভক্ত নায়িকা এ বিষয়ে চুপ ছিলেন। কেন্দ্রের তরফে তাঁকে Y ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হয়েছিল।
এবারে সরাসরি মহারাষ্ট্রের রাজ্যপাল ভকাৎ সিং কোশিয়ারির সাথে দেখা করে রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানালেন কঙ্গনা। তিনি জানিয়েছেন যে, মুম্বাইতে থাকা তাঁর পক্ষে সংকটময় হয়ে দাঁড়িয়েছে। নালিশ অবশ্যই উদ্ধব সরকারের তাঁর উপর চাপ তৈরি করা নিয়ে। তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল কোশিয়ারিকে জানিয়েছেন, তাঁর অফিস ভাঙা হয়েছে। তবে কঙ্গনা এও বলেছেন, যতই চাপ আসুক তিনি মহারাষ্ট্র ছাড়বেন না। তিনি আরও জানিয়েছেন রাজ্যপাল তাঁকে মেয়ের মতো দেখেছেন।
إرسال تعليق
Thank You for your important feedback