এবারের আইপিএল হার দিয়েই শুরু করল কলকাতা নাইট রাইডার্স। তবে দল জিতলেই মালিক শাহরুখ খান পার্টি দিতেন। জেতার পর প্রতি ম্যাচেই টিম হোটেলে পার্টি দিয়ে থাকেন শাহরুখ। সেই পার্টিতে দেদার মাদক সেবন চলে বলে বিস্ফোরক দাবি করলেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী শার্লিন চোপড়া। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘KKR-এর ম্যাচের পর পার্টিতে মাদক নিতে দেখেছি’। এই প্রসঙ্গে তাঁর আরও দাবি, ‘একবার কলকাতা গিয়েছিলাম KKR-এর ম্যাচ দেখতে। ম্যাচ শেষে পার্টিতে গিয়েছিলাম। হাজির ছিলেন ক্রিকেটাররা ও তাঁদের স্ত্রীরাও। মজা হচ্ছিল বেশ। নাচের মাঝে আমি একবার ওয়াশরুম গিয়েছিলাম। সেখানে গিয়ে যা দেখেছি, তা চমকানোর মতো। তারকা ক্রিকেটারদের স্ত্রী'রা মাদক নিচ্ছিলেন’।
উল্লেখ্য, সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত করতে গিয়ে উঠে আসে মাদক যোগ। ফলে সিবিআই-এর পাশাপাশি তদন্তে নামে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। গ্রেফতার হয় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সহ অনেকেই। তাঁদের জেরা করেই বলিউডের বহু নামী অভিনেতা-অভিনেত্রীদের নাম পেয়েছে এনসিবি। এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠিয়েছে। এরই ফাঁকে চাঞ্চল্যকর দাবি করলেন শার্লিন। ফলে বলিউডে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে শার্লিন কোনও নির্দিষ্ট ক্রিকেটার বা তাঁদের স্ত্রীর নাম বলেননি তিনি। এখন দেখার এই বিস্ফোরক দাবির সপক্ষে কোনও মন্তব্য বা জবাবদিহি করে কিনা KKR কর্তৃপক্ষ।
إرسال تعليق
Thank You for your important feedback