যাত্রী সুবিধায় মোবাইল অ্যাপ আনলো কলকাতা মেট্রো


করোনা আবহেই চালু হয়েছে কলকাতা মেট্রোর পরিষেবা। যদিও নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়েই ছুটছে একেকটি মেট্রো রেক। সংক্রমণের আশঙ্কায় টোকেন বন্ধ। যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে ই-পাস নিয়ে। অর্থাৎ অনলাইনে আগাম টিকিট বুকিং করে ই-পাস জোগাড় করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছিল এই ই-পাস নিয়েই। অনেকেই অভিযোগ করছিলেন কোথায় মেট্রোর ই-পাস পাওয়া যায় বুঝে উঠতে পারছিলেন না অনেকেই। এবার সকলের সুবিধার জন্য মোবাইল অ্যাপ নিয়ে এল কলকাতা মেট্রোরেল। স্মার্ট ফোনে এই মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিলেই মেট্রোর সব তথ্য পেয়ে যাবেন হাতে হাতে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই অ্যাপ মোবাইলে ইনস্টলড থাকলে যাত্রীদের কাছে মেট্রো সংক্রান্ত সমস্ত তথ্য চলে যাবে ‘পুশ নোটিফিকেশন’ মারফত। ফলে মেট্রোয় চড়ার আগে যাত্রীরা জেনে যাবেন মেট্রো সংক্রান্ত কোনও ঘোষণা বা তথ্য। আবার এই অ্যাপ থেকেই স্মার্ট কার্ড রিচার্জ সহ ই-পাস পেয়ে যাবেন যাত্রীরা। গুগুল প্লে স্টোরে (Google Play) এই অ্যাপ পাওয়া যাচ্ছে। অ্যাপটির নাম ‘Metro Railway Kolkata (Officɪal)। কলকাতা মেট্রো কর্তাদের আশা এই অ্যাপের মাধ্যমে সমস্যার সমাধান হবে অনেকটাই। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم