একটা সময় ছিল কলকাতা বিমানবন্দরের সঙ্গে বিশ্বের বেশিরভাগ বড় শহরের বিমানপথে যোগ ছিল। বিভিন্ন রাজ্যের মানুষ কলকাতা বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার বিমান ধরতেন। বাম জমানায় এক এক করে বিমান সংস্থাগুলি পাততাড়ি গোটাতে থাকে। থাকার মধ্যে ছিল ব্রিটিশ এয়ারওয়েস ও এয়ার ইন্ডিয়া। তাও বিদায় নিয়েছিল ২০০৮ এর পর। এখন ইউরোপ বা আমেরিকাতে যেতে হলে দিল্লি, মুম্বই বা দুবাই, সিঙ্গাপুর ঘুরে যেতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকবার বিদেশ সফর করেছেন ঠিক ওই ভাবেই, তাঁকেও ইউরোপের বিমান ধরতে কয়েক ঘন্টা বসে থাকতে হয়েছে দুবাই বা অন্যত্র। আসলে এ রাজ্যে ব্যবসা না থাকলে বিমান আসবে কেন?
দীর্ঘদিন পর কলকাতা-লন্ডন সরাসরি বিমান চালু হল মহালয়ার ভোররাতে। তবে নস্টালজিক জাম্বো জেট নয়। এয়ার ইন্ডিয়ার বোয়িং চলাচল করবে কলকাতা ও লন্ডনের মধ্যে। তবে এয়ার ইন্ডিয়া জানাচ্ছে, যদি যাত্রী সংখ্যা বাড়ে তবে বড় বিমান দেওয়া যাবে। এখন থেকে বন্দে ভারত মিশনের আওতায় সপ্তাহে দু দিন এই বিমান পরিষেবা পাওয়া বুধ ও শনিবার। নন স্টপ লন্ডন।
إرسال تعليق
Thank You for your important feedback