তাঁর বাবা লুডো খেলার সময় চিটিং করেছে। আর সেই চিটিং হাতেনাতে ধরে সোজা আদালতে গেল। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল মধ্যপ্রদেশের ভোপালে। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, ভোপালের এক ২৪ বছর বয়েসী মহিলা তাঁর বাবার কারসাজি জানতে পেরে সেখানকার পারিবারিক আদালতে (Family Court) অভিযোগ দায়ের করেছে। মেয়েটির দাবি, সে বাবার প্রতি সম্মান হারিয়ে ফেলেছে। বাবার এমনতর ব্যবহার সে আশাই করেনি। ফলে বড় ধাক্কা খেয়েছে সে। এই ধাক্কার চোট সামলাতে না পেয়ে মানসিক অবসাদ গ্রাস করেছে তাঁকে, ফলে কাউন্সেলরের কাছে চারবার বসতে হয়েছে তাঁকে। ওই মহিলা কাউন্সেলরই এই খবর সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছে পুরো ঘটনা। ওই মহিলা কাউন্সেলর সরিতা জানিয়েছেন, ২৪ বছরের মেয়েটি প্রথমে আসে বাবার নামে নালিশ জানাতে। লুডোর বোর্ডে নানান কারচুপি করে তাঁর বাবা নাকি বরাবরই হারিয়ে দেয় তাঁকে। শেষে ওই কারচুপি ধরে ফেলেই বাবার প্রতি বিশ্বাস সম্পূর্ণ হারিয়ে ফেলেছে সে। চারবার তার কাউন্সেলিং করে এখন কিছুটা স্বাভাবিক করা গেছে মেয়েটিকে।
The woman said she lost respect for her father as he went on to defeat her. She feels that her father should have lost in the game for the sake of her happiness. After 4 counselling sessions, she now feels positive: Sarita, a counsellor at Bhopal Family Court https://t.co/P9Lbl6iKJB
— ANI (@ANI) September 26, 2020
إرسال تعليق
Thank You for your important feedback