নাগরিকত্ব পেতে পরীক্ষায় জালিয়াতি সুয়ারেজের

 

ইতালির নাগরিকত্ব পেতে উরুগুয়ের ফুটবলার লুই সুয়ারেজকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বলে জোরদার বিতর্ক শুরু হয়েছে। তারইমধ্যে তিনি ইতালিয়ান ভাষার পরীক্ষায় টুকলি করেছেন বলেও অভিযোগ উঠল। বার্সেলোনার ফুটবলার সুয়ারেজ তাঁর শিক্ষকদের সাহায্য নিয়ে পরীক্ষা দিয়েছেন, এমনই অভিযোগ পেরুজিয়া পাবলিক প্রসিকিউটরের অফিসের। নিজের বিমান নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন তারকা ফুটবলার। পেরুজিয়ার বিদেশিদের জন্য বিশ্ববিদ্যালয়ে পুলিশ মঙ্গলবার তল্লাশি চালিয়েছে। বিশ্ববিদ্যালয় অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তদন্তে জানা গিয়েছে, কী প্রশ্ন আসবে তা সুয়ারেজ আগেই জানতেন। উল্লেখ্য, ইতালি নাগরিক হতে হলে আগে ইতালিয়ান ভাষার পরীক্ষায় পাশ করতে হয়। সুয়ারেজ জুভেন্তাসে যাওয়ার আগেই নাগরিকত্ব পেতে চান। তবে তাঁর জুভেন্তাসে যাওয়া হচ্ছে না। তাঁর স্ত্রী ইতালিয়ান। তাই তিনি নাগরিকত্বের আবেদন করতে পারেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم